খুলনা রয়েল বেঙ্গলসের জয়

খুলনা রয়েল বেঙ্গলসের জয়

ডোয়াইন স্মিথের শতকে ভর করে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট রয়্যালসকে হারিয়েছে খুলনা রয়েল বেঙ্গলস। খুলনার দেওয়া ১৮৭ রানে লক্ষ্য তাড়া করতে নেমে ১১৭ রানেই গুটিয়ে যায় সিলেট রয়্যালস।

সিলেট রয়্যালস ইনিংস: ১১৭  (১৬ ওভার)

খুলনা রয়েল বেঙ্গলস ইনিংস: ১৮৬/২ (২০ ওভার)

ফল: খুলনা রয়েল বেঙ্গলস ৬৯ রানে জয়ী।

রয়েল বেঙ্গলসের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আব্দুর রাজ্জাকের বোলিং তোপে পড়ে সিলেট। ১৩ রানে কামরান আকমলকে (৫) তুলে নিয়ে উদ্বোধনী জুটিতে ভাঙ্গন ধরান রাজ্জাক।  তার দ্বিতীয় শিকার হন পিটার ট্রেগো (২৩)। সাকিবের তালুবন্দী করে সাজঘরে ফেরান ট্রেগোকে। দলীয় ৪০ রানে তৃতীয় উইকেটের পতন হয়। টম মেনার্দকে (১০) এলবিডব্লু ফাঁদে ফেলেন ডোয়াইন স্মিথ। নিয়মিত উইকেট পতন অব্যাহত থাকে সিলেট রয়্যালসের। অধিনায়ক অলক কাপালী (৫) ও স্কট স্টাইরিসকে (১৪) বিদায় বলে দেন শাহাদত হোসেন।

পরবর্তী ব্যাটসম্যানদের কেউই ইনিংসের হাল ধরতে ব্যর্থ হলে বড় হার এড়াতে পারেনি রয়্যালস। শুভাগত হোম ১৮, নাইম ইসলাম ৩, নূর হোসেন ০ এবং  আবুল হাসান ও নাবিল সামাদ প্রত্যেকেই চার রান করেন। ২৬ রানে অপরাজিত ছিলেন সোহেল তানভীর।

ম্যাচ সেরা হন ডোয়াইন স্মিথ।

আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, নাসির হোসেন ও শাহাদত হোসেন প্রত্যেকেই দুটি করে উইকেট পান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সূচনা পায়নি রয়েল বেঙ্গলস। দলের চার রানের মাথায় রান আউট হয়ে ফিরে যান শিবনারায়ণ চন্দরপল (৪)। শুভাগত হোম ও স্টাইরিস দুজনে মিলে ফিরিয়ে দেন তাকে। দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়ে স্টাইরিসের বলে বোল্ড হয়ে যান হার্শেল গিবস (৪১)। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে শতরানের জুটি গড়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন ডোয়াইন স্মিথ।

স্মিথ ১০৩ রানে ও সাকিব ২১ রানে অপরাজিত থাকেন। স্মিথের ৭৩ বলের ইনিংসে ছয়টি ছক্কা ও ছয়টি চারের মার ছিল।

১০ ম্যাচে খুলনার রয়েল বেঙ্গলসের সংগ্রহ ১২ পয়েন্ট। অন্যদিকে সিলেট রয়্যালসের সংগ্রহ চার পয়েন্ট।

খুলনা রয়্যাল বেঙ্গলস: শিবনারায়ন চন্দরপল, হার্শেল গিবস, নিল ও’ব্রায়েন, সনাৎ জয়াসুরিয়া, সাকিব আল হাসান, নাসির হোসেন, নাজমুল হোসেন মিলন, শাহাদত হোসেন, শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাক।

সিলেট রয়্যালস: কামরান আকমল, পিটার ট্রেগো, টম মেনার্দ, অলক কাপালী, স্কট স্টাইরিস, শুভাগত হোম, নাইম ইসলাম, সোহেল তানভীর, নূর হোসেন, আবুল হাসান ও নাবিল সামাদ।

খেলাধূলা