আমাদের দেশের শতকরা ৫০ ভাগ নারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত শিক্ষা জীবন লাভ করে। বাংলাদেশের পেক্ষাপটে নারীর বিয়ে খুবই গুরুত্বপূর্ন সমস্যা। সরকারকেই দেশের সমস্যার কথা ভাবতে হবে। আমাদের দেশে মেয়েদের বিয়ের বয়ষ সীমা কত? আমাদের দেশে সরকারী আইন অনুযায়ী ১৮।
বিয়ে নিয়ে আগে কোন সমস্যা ছিল না, এখন সমস্যার সৃষ্টি হয়েছে- জন্ম নিবন্ধনের কারনে। আগে ১৪ কে ১৮ বলা বা লিখা সহজ ছিল, এখন জন্ম নিবন্ধন চাওয়া হয়। অদুর ভবিষ্যতে আরো সমস্যার সৃষ্টি হবে তাই বর্তমান সরকার সঠিক সময়ে আইনের পরিবর্তন করে মেয়েদের বিয়ের বয়ষ ১৮ থেকে কমিয়ে ১৬তে আনতে চাইছে। আমাদের দেশের পেক্ষাপটে এই আইন পরিবর্তন সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত। বাস্তবায়ন অতীব জরুরী।
সম্পাদক- প্রিয়দেশ.কম