অধিনায়কদের চোখ ফাইনালে

অধিনায়কদের চোখ ফাইনালে

অনেক নাটকীয়তা শেষে বিপিএলের সেমিফাইনালের দলগুলো চূড়ান্ত হয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষ দল দুরন্ত রাজশাহী খেলবে চতুর্থ স্থানে থাকা বরিশাল বার্নার্সের বিপক্ষে আর খুলনা রয়েল বেঙ্গলস ও ঢাকা গ্ল্যাডিয়েটরসের মধ্যে হবে দিনের দ্বিতীয় সেমিফাইনাল।

প্রত্যেক দলই ফাইনালের স্বপ্ন দেখছে। বিশেষ করে রাজশাহীর অধিনায়ক মুশফিকুর রহিম সাফল্যের ব্যাপারে অনেকটাই নির্ভার,‘এতদূর আসার পর যদি হেরে যাই তালে কোন মানে থাকবে না। আমাদের প্রথম লক্ষ্য ছিলো সেমিফাইনালে আসবো, তা আমরা করতে পেরেছি। এখন আমাদের লক্ষ্য ফাইনালে খেলবো এবং শিরোপাটা নিজেদের করে নেব।’

ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও আশাবাদী,‘আমাদের ব্যাটিংয়ে ভালো করতে হবে। অন্য দুটি বিভাগের মতো আমাদের ব্যাটিং কিক করছে না। আমার দৃষ্টিতে দুটি সেরা দলের মধ্যেই সেমিফাইনাল হচ্ছে। যে দল তাদের মেজাজ ঠিক রেখে খেলতে পারবো তাদেরই জয় হবে।’

যাদের বিপক্ষে ঢাকার খেলা সেই খুলনা রয়েল বেঙ্গলসের অধিনায়ক জানালেন,‘আজকের (সোমবার) মতো খেলতে পারলে সমস্যা হবে না। যদিও ঢাকার সঙ্গে খেলাটা সহজ হবে না। ঢাকা শেষ দিকের ম্যাচগুলো খুব ভালো খেলেনি। সেদিক থেকে আমাদের ম্যাচগুলো ভালোই হয়েছে।’

খেলাধূলা