ঈদুল আজহার তৃতীয় দিন দুপুর ৩টা ৫০ মিনিটে বৈশাখী টেলিভিশনে মোশারফ করিম অভিনীত ‘হাবিলদার হাতেম’ বিশেষ নাটকটি প্রচারিত হবে।
লিটু সাখাওয়াত রচনা ও সকাল আহমেদ এর পরিচালনা ‘হাবিলদার হাতেম’ নাটকটিতে অভিনয় করেছে মোশারফ করিম, অপর্ণা, বড়দা মিঠ প্রমুখ।
কাহিনী সংক্ষেপ: নাটকে দেখা যাবে হাতেম আলী পেশায় বাংলাদেশ পুলিশের সে একজন সৎ হাবিলদার। পরিবার বলতে শুধুই স্ত্রী। সুখের সংসার। অভাব অনটন নেই বললেই চলে। ইদানিং হাতেম আলী নিয়মিত একটা স্বপ্ন দেখছে যে, তার একটা তিনতলা বাড়ি হয়েছে। কিন্তু স্বপ্ন যখন ভেঙ্গে যায় আর তা সে স্ত্রীর সাথে শেয়ার করে তখন স্ত্রী স্মরণ করিয়ে দেয় যে, হাতেম আলী একজন শুধুমাত্র হাবিলদার। যার পক্ষে এই জীবনে তিনতলা বাড়ির মালিক হওয়া সম্ভব নয়। উপায় অবশ্য একটা আছে। হাতেম যদি ঘুষ খাওয়া শুরু করে। তার অনেক কলিগই ঘুষের টাকায় বাড়ি-গাড়ি করে ফেলেছে। সেই সব কলিগের স্ত্রীদের গলায়, কানে, হাতে সোনার অলংকার কী সুন্দর শোভা পায়।
স্ত্রীর কথা হল, ঘুষ খাওয়া এখন একটা স্বাভাবিক ব্যাপার। মানুষ প্রকাশ্যে ঘুষ দিচ্ছে এবং খাচ্ছে। এর ভেতর অসততা বলে কিছু নেই। তাছাড়া স্ত্রী প্রেগনেন্ট হয়েছে। সন্তানের ভবিষ্যৎ বলে তো একটা কথা আছে। হাতেম আলী ঠিক করে সে ঘুষ খাবে। এরপর শুরু হয় একের পর এক ঘটনা । নাটকটি নির্মিত হয়েছে টম ক্রিয়েশন্সের ব্যানারে ।