আফগানিস্তানে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন আশরাফ ঘানি। সোমবার দেশটির রাজধানী কাবুলের প্রেসিডেন্ট ভবনে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের মাধ্যমে প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটিতে ক্ষমতার পালাবদল ঘটল।
তিন মাস আগে অনুষ্ঠিত হওয়া নির্বাচন নিয়ে ভোট কারচুপি ও জালিয়াতির আভিযোগ উঠে আসে। দাবি উঠে পুনরায় নির্বাচন দেবার।
শপথ গ্রহণের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এর স্থলাভিষিক্ত হলেন দেশটির সাবেক অর্থমন্ত্রী ঘানি। শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ঘানি বলেন, এটি দেশের প্রথম গণতান্ত্রিক পন্থার ক্ষমতা হস্তান্তর। আমার বিরোধীপক্ষরাও এই সরকারেরই অংশ।