৩ বছর শাস্তি কমলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অল রাউন্ডার আশরাফুল ইসলাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের দেয়া ৮ বছরের শাস্তি কমিয়ে ৫ বছর করা হয়েছে।
সোমবার আশরাফুলের শাস্তি কমানোর আপিলের প্রেক্ষিতে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে বিশেষ ট্রাইব্যুনাল ক্রিকেটে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয় বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।
আশরাফুলের শাস্তি কার্যকর ধরা হয়েছে ২০১৩ সালের ১৩ আগস্ট থেকে। অভিযুক্ত ব্যক্তিদের ওই দিনই সাময়িকভাবে বহিষ্কার করা হয়। ফলে এরই মধ্যে এক বছর শাস্তি ভোগ করেছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আশরাফুলকে ভোগ করতে হবে আরও চার বছরের শাস্তি।
আশরাফুলের বিরুদ্ধে আনা চারটি অভিযোগের চারটিই প্রমাণিত হয়েছে বলে রায়ে বলেছিলেন বিসিবির ট্রাইব্যুনাল। বিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালার ৬.২ ও ৬.৪ ধারা অনুযায়ী আশরাফুলকে শাস্তি দেয়া হয়।