ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির বাছাই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে হেয় ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতেই ঢাবি কর্তৃপক্ষ হঠকারী আচরণ করছে। ইংরেজি বিভাগে ভর্তি পরীক্ষায় শুধুমাত্র ২ জন শিক্ষার্থীর পাসের মধ্য দিয়ে প্রমাণ হয় না যে বাকি শিক্ষার্থীরা মেধাহীন।
তিনি বলেন, যেসব শিক্ষার্থী ৪০ ঘণ্টা পরীক্ষা দিয়ে এইচএসসি ও এইচএসসি পরীক্ষায় পাস করেছে এমসিকিউ প্রশ্ন দিয়ে তাদের মান ও মেধা যাচাই সম্ভব নয়। ঢাবির শিক্ষার্থ বাছাই সিস্টেম ত্রুটিপূর্ণ।
ভর্তির এই বাছাই প্রক্রিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত উল্লেখ করে সমস্যা সমাধানে নিজেদেরকে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।