হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক আজিম, হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে গতকাল শনিবার হাবিবকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক আজিম।
কিন্তু তাৎক্ষণিকভাবে মামলার নথিপত্র আদালতে না থাকায় আজ রিমান্ড আবেদন শুনানির তারিখ নির্ধারণ করা হয়। আজ শুনানি শেষে ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
গতকাল ভোরে সপরিবারে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে ইমিগ্রেশন পুলিশ হাবিবুর রশীদ হাবিবকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করে।
পরে ২২ সেপ্টেম্বর হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির ছাত্রসংগঠনের এই শীর্ষ নেতাকে গ্রেফতার দেখানো হয়।