শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪জন।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার চর পক্ষিমারী ইউনিয়নের ভাগলদি গ্রামে এ ঘটনা ঘটে ।
জানা গেছে, বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ছানুয়ার হোসেন ছানু নির্বাচিত হন।
এ বিষয় নিয়ে শুক্রবার সকাল ৭ টার দিকে সদর উপজেলার চর পক্ষিমারী ইউনিয়নের ভাগলদি গ্রামে ছানু সমর্থিত লোকজনের সঙ্গে জাতীয় পার্টির পরাজিত প্রার্থী মো. ইলিয়াছ উদ্দিন সমর্থিত লোকদের কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে উভয় গ্রুপের সঙ্গে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের ছুকিাঘাতে ছানু সমর্থিত হানিফ উদ্দিনের ছেলে ফারুক (৩০) ঘটনাস্থলে ও ইলিয়াছ সমর্থিত মুনতাজ আলীর ছেলে জাবের আলী (৩০) শেরপুর সদর হাসপাতালে মারা যান। এসময় সংঘর্ষে আরো ৪ জন আহত হন।