কাঠমান্ডুতে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় পরবর্তী সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতির ওপর বৃহস্পতিবার সার্ক সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক নিউইয়র্কের হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হয়েছে।
পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, বৈঠকে সার্কভুক্ত ৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের দেশের অগ্রাধিকারমূলক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৈঠকে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিষয় উপস্থাপন করেন।
এই আলোচনায় আঞ্চলিক যোগাযোগ এবং বাণিজ্য ও বিনিয়োগ সমপ্রসারণের বিষয়ও স্থান পায়।