রাজধানীত কথিত আইএস সদস্য গ্রেফতার

রাজধানীত কথিত আইএস সদস্য গ্রেফতার

arr2মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কথিত এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে মো. হাফিজুর রহমান নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের ধারণা, আইএসের সঙ্গে হাফিজের সংশ্লিষ্টতা রয়েছে।

মাসুদুর রহমান বলেন, শুক্রবার মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আর আগে বুধবার রাজধানীর সেগুনবাগিচা ও রমনা এলাকা থেকে মো. আসিফ আদনান (২৬) ও মো. ফজলে এলাহী তানজিল (২৪) নামের দুইজনকে গ্রেফতার করা হয়, যারা ইসলামিক স্টেটে যোগ দেয়ার পরিকল্পনা করছিল বলে গোয়েন্দা পুলিশের দাবি।

গত ২০ সেপ্টেম্বর নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদিনের (জেএমবি) একাংশের ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ সাতজনকে গ্রেফতারের পরও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে তাদের জন্য কাজ করার পরিকল্পনা করেছিল।

বাংলাদেশ