এখন শিক্ষা বিপ্লবের সময়: মজিনা

এখন শিক্ষা বিপ্লবের সময়: মজিনা

mojina54বাংলাদেশস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, এখন শিক্ষা বিপ্লবের সময়। এ দেশের প্রতিটি ছেলে-মেয়েকে জ্ঞানের সাগরে প্রবেশ করতে হবে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সাথে এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার বিকালে চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ছাত্রী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মজিনা বলেন, প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টারনেটের আওতায় আসতে হবে। দেশের প্রতিটি ক্লাস ও স্কুল প্রযুক্তিগতভাবে আধুনিক হবে- এটাই আমরা চাই। প্রতিটি ছাত্রছাত্রীর হাত-চোখ দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে হবে। এরাই সোনার বাংলা গড়ে তুলবে।

তিনি বলেন, এদেশের গ্রাম-শহর-বন্দরের সব শিক্ষার্থী ও সাধারণ মানুষ গড়ে তুলবে তাদের স্বপ্নের সোনার বাংলা।

বাংলাদেশ শিগগির মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এই বাংলাদেশ-ই হবে অর্থনৈতিক শক্তি। গর্জে উঠবে রয়েল বেঙ্গল টাইগার- এমন আশাই ড্যান মজিনার।

ছাত্রীসমাবেশে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুল্লাহ নুরীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- ইউএসআইডিরি মিশন ডিরেক্টর জেনিনা জরুজেকস্কি, চাঁদপুর-৫ আসনের এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, দশম শ্রেণীর ছাত্রী মাইশা প্রমুখ।

এরপর চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে তিনি চাঁদপুরের কচুয়া আশেক আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর তাকে অভ্যর্থনা জানান। সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।

বাংলাদেশ