ঈদ ও পূজার আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সচিবালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভা শেষে এ আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শ্রমিকরা যাতে স্বজনদের সঙ্গে ঈদ ও পূজা পালন করতে পারেন, সেই কারণে আগামী ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে তাদের ছুটি দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় তিনি শ্রমিকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
‘ঈদুল আজহা ও পূজায় গার্মেন্টস সেক্টরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আসাদুজ্জামান খান বলেন, ঈদ-পূজায় মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সে জন্য সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।