ভারতের জেল থেকে নূর হোসেনের সঙ্গীর মুক্তি

ভারতের জেল থেকে নূর হোসেনের সঙ্গীর মুক্তি

sumon0ভারতের কারাগার থেকে মুক্ত হলেন নারায়ণগঞ্জের সাতখুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গী খান সুমন। মঙ্গলবার রাতে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে শর্তসাপেক্ষ তাকে মুক্তি দেওয়া হয়।

গত ১৮ আগস্ট উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের জেলা ও দায়রা জজ অমিতাভ চট্টোপাধ্যায়খান সুমনের জামিনের আবেদন মঞ্জুর করেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র আদালতে জমা দিতে না পারায় কারাগার থেকে মুক্ত হতে পারেননি তিনি। মঙ্গলবার প্রয়োজনীয় কাগজপত্র ও অর্থ জমা দেয়ায় তাকে মুক্তি দেয়া হয।

খান সুমনের আইনজীবী অনুপ ঘোষ জানান, খান সুমন ১৮ আগস্ট জামিন পেলেও প্রয়োজনীয় কাগজপত্র ও জামিনের অর্থের সমস্যার কারণে কারাগার থেকে মুক্ত হতে পারেননি। মঙ্গলবার ওই সমস্যার সমাধান হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়।

১৪ জুন রাতে কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে নূর হোসেন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে বাগুইহাটি থানার পুলিশ।

দীর্ঘ আড়াই মাস ধরে শুনানির পর ১৮ আগস্ট অবৈধ অনুপ্রবেশের দায়ে খান সুমনা বাদে বাকি দু’জনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

বাংলাদেশ