সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঈদের আগেই সব সড়ক যানচলাচলের উপযোগী করা হবে।
বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর গাবতলী ব্রিজ এলাকায় নির্মাণাধীন ইউ-লুপ সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়বে। এ কারণে আগেই রাস্তার কাজ শেষ করার নির্দেশ দিয়েছি। ইউলুপ-টা আপাতত: ব্যবহার উপযোগী করা হয়েছে।
আগামী ১৫ অক্টোবর থেকে রাস্তাটি চালু হবে বলেও আশা করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, রাজধানীর সব পশুর হাটে মনিটরিং ব্যবস্থা থাকছে। ফলে ঢাকা ছেড়ে যাওয়ার সময় ঘরমুখো মানুষের ভোগান্তি কমে আসবে। আর নিরাপত্তার জন্য রাজধানীর সব পশুর হাটে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে বলেও জানান তিনি।