বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

hasinasoগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সেখানে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে বিশেষ হেলিকপ্টারযোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় সমাধি সৌধ কমপ্লেঙের পাবলিক প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি তার নির্বাচনী এলাকা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার ১০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ, উপজেলা পরিষদের ৩০ কিলোওয়াট সোলার প্যানেল, সোনালী ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার নিজস্ব ভবনসহ বেশ কয়েকটি নবনির্মিত ব্রিজের উদ্বোধন করবেন।

রাজনীতি শীর্ষ খবর