রাজধানীর জুরাইন থেকে নকল সনদ এবং সনদ তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতের নাম সাজ্জাদ হোসেন (২৯)।
জানা যায়, বৃহস্পতিবার রাতে জুরাইনে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেনকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে বিপুলসংখ্যক নকল এসএসসি, এইচএসসি, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র এবং মার্কশিট উদ্ধার করেন র্যাব সদস্যরা।