দেশের গুম-খুন বিষয়ে ইইউ পার্লামেন্টের উদ্বেগ

দেশের গুম-খুন বিষয়ে ইইউ পার্লামেন্টের উদ্বেগ

uksবাংলাদেশে অব্যাহত গুম, খুন ও বিচার বর্হিভূত হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে। একিসাথে মানবাধিকার লংঘনের বিষয়ে র‌্যাডিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবকে তাদের মানবাধিকার লংঘনের বিষয়ে দায়মুক্তি না দেবার আহবান জানানো হয়েছে।

বৃহস্পতিবার পার্লামেন্টের ‘হিউম্যান রাইটস ভায়োলেশন ইন বাংলাদেশ’ শিরোনামের এক বিতর্কে এ আহবান জানানো হয়।

পার্লামেন্টে জাময়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদন্ডের সাজা কমানোর ঘটনায় সন্তোষ প্রকাশ করা হয়।

পার্লামেন্টের বিতর্কে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে র‌্যাব ও ডিবির নামে রাজনৈতিক নেতা, কর্মী ও সাধারণ নাগরিকদের অপহরণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

র‌্যাব বিলুপ্তি, বিচারবর্হিভূত হত্যাকান্ড নিয়ে পার্লামেন্ট বিতর্কে সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে। সমালোচনা করা হয়েছে অপহরণ পরবর্তী পরিবারের কাছে লাশ হস্তান্তর না করা নিয়ে। একিসাথে এসব ঘটনা তদন্তে নিরপেক্ষ তদন্ত কমিশন ঘটন করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট সরকারকে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, মানবাধিকার সুরক্ষা ও মানবাধিকার লংঘনের বিষয়ে আরো সতর্ক হবার আহবান জানিয়েছে।

৫ জানুয়ারি বিরোধী দলবিহীন নির্বাচনে ক্ষমতাসীন হওয়ার পর শেখ হাসিনার সরকার মানুষের মৌলিক অধিকার খর্ব করেছে বলে বির্তকে উঠে আসে।

বাংলাদেশ শীর্ষ খবর