ফের গণজাগরণের মিছিলে পুলিশি বাধা

ফের গণজাগরণের মিছিলে পুলিশি বাধা

imran gozaআবারো শাহবাগে গণজাগরণ মঞ্চের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।

গণজাগরণ মঞ্চের একাংশ ইমরান এইচ সরকারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ শেষে এ মিছিল বের করা হয়। সমাবেশ শেষে মঞ্চের দেড় শতাধিক কর্মী মিছিল করে শাহবাগের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়।

এ সময় প্রায় আধা ঘণ্টা দুই পক্ষের মধ্যে বাক-বিতন্ডা চলে। মঞ্চের কর্মীরা রাস্তায় বসে পড়ে শ্লোগান দিতে থাকলে পুলিশের একটি জলকামান কাছাকাছি এনে রাখা হয়। শাহবাগ থানার পুলিশ ছাড়াও দাঙ্গা পুলিশের সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন।

পরে মিছিল করতে না পেরে সেখান থেকে সরে আসেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ বাধা দিয়ে আমাদের প্রতিবাদ করার অধিকারে হস্তক্ষেপ করল।

ইমরান বলেন, মৌলবাদী ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সরকার আঁতাত করে আমাদের আন্দোলনে বাধা দিচ্ছে।

বাংলাদেশ শীর্ষ খবর