ঢাকা মেডিকেল কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হল বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়।
ফজলে রাব্বি হল শাখা ছাত্রলীগের কমিটি নিয়ে সাবেক ও বর্তমান কমিটির মধ্যে এ সংঘর্ষে অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়।
জানা যায়, ফজলে রাব্বি হল শাখা ছাত্রলীগের সাবেক কমিটির সভাপতি শরিফুদ্দিন লোটাস ও সাধারণ সম্পাদক রেজওয়ান পক্ষের সঙ্গে নতুন কমিটির সভাপতি ফাহাদ ও সাধারণ সম্পাদক সুমন পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। প্রথমে ওই দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১০জন আহত হন।