রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবক নিহত

রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবক নিহত

dhaka mapরাজধানীর রায়ের বাজারে বাড়ির ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মনির শেখ (৩৫)। তিনি গাড়িচালক ছিলেন। তার পিতার নাম কবির শেখ। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রায়ের বাজারের সাদেক খান রোডে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ভোরে মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে যান মনির শেখ। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বাংলাদেশ