রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের দুই নারী নিহত এবং ৩ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ফিরোজা বেগম (৪০) এবং চানবুরু (৩৫)।
বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে শাহবাগে রূপসী বাংলা হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, হতাহতরা বরিশালের বাসিন্দা। তারা সদরঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তেজগাঁওয়ে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে রূপসী বাংলা হোটেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গুলিস্তানগামী এটিসিএল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে আহত অটোরিকশা আরোহীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ফিরোজা বেগম এবং চানবুরুকে মৃত বলে ঘোষণা করেন।
আহত আঁখি, শাহীন ও আজিজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।