সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকে সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল ৬টায় এই হরতাল শুরু হয়। চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।
হরতাল চলাকালে এ পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেছে হরতাল আহ্বানকারীরা।
এদিকে হরতাল চলাকালে রাজধানীতে বিভিন্ন ধরনের যানবাহন চলছে। তবে এর সংখ্যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। রাজধানীর জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
এদিকে হরতাল চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র্যাব সদসদের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও বগুড়াসহ বেশ কিছু এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ-র্যাব টহল দিচ্ছে।
প্রসঙ্গত, বুধবার একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশের সাজার পরিবর্তে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ।
আপিল বিভাগের রায় ঘোষণার ঘণ্টা দুয়েকের মাথায় এক যৌথ বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বৃহস্পতিবার ও রবিবার সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতালের পাশাপাশি আগামীকাল শুক্রবার মাওলানা সাঈদীর জন্য ‘দোয়া’ এবং পরদিন শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।