শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০১২-১৩ কার্যবছরের জন্য সম্প্রতি গঠিত এই কমিটির নতুন সভাপতি হয়েছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। তিনি সদ্যবিদায়ী সভাপতি ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে স্কয়ার গ্রুপের কর্ণধার প্রয়াত স্যামসন এইচ চৌধুরীও বিএপিএলসির সভাপতির দায়িত্ব পালন করেন। নতুন কমিটির সহসভাপতি হয়েছেন সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনূস। সংগঠনের সাধারণ সম্পাদক কে এম আবদুল হাই স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া নির্বাহী কমিটির অপর সদস্যরা হলেন: বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, এমজেএল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নূর আলী, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম হামীম রহমতুল্লাহ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মনজরুল ইসলাম, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রব, কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক হাসমত আলী, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান লুৎফর রহমান, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট পাওয়ারের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসেন, ফার ইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নজরুল ইসলাম, উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান মতিউর রহমান, খুলনা পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ রাজা, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী ইফতেখার উদ্দিন এবং অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের পরিচালক শাহরিয়ার আহমেদ।