পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য এনসিসি ব্যাংক লিমিটেড (এনসিসিবিএল) প্রথম মিউচ্যুয়াল ফান্ডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এনসিসিবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ডের আইপিও আবেদন গ্রহণ আগামী ২৫ মার্চ শুরু হয়ে চলবে ১ এপ্রিল পর্যন্ত। তবে অনিবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে আবেদন গ্রহণ করা হবে ১০ এপ্রিল পর্যন্ত।
এসইসি ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ লক্ষ্যে চলতি মাসের ১৯ তারিখে প্রতিষ্ঠানটির প্রোসúেকটাস প্রকাশ করা হয়। এনসিসিবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ডকে ১০ টাকা অভিহিত মূল্যের ৫ কোটি ইউনিট পুঁজিবাজারে ছাড়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এর মাধ্যমে উত্তোলন করা হবে ৫০ কোটি টাকা। ইতোমধ্যে ফান্ডের উদ্যোক্তা ও প্রাক আইপিও প্রক্রিয়ার মাধ্যমে ফান্ড গঠনের জন্য ৫০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। ফলে এনসিসিবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ডের আকার দাঁড়াবে ১০০ কোটি টাকা।
এনসিসিবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।