`চোর` শব্দটি সবার কাছে খুবই পরিচিত। জীবনে চোরের খপ্পরে পড়েন নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সমাজে বিভিন্ন ধাঁচের চোর রয়েছে। কেউ সিঁধেল চোর আবার কেউবা ছিঁচকে চোর। সমাজের দুষ্ট মানুষগুলো আজ প্রচ- প্রভাবশালী এবং সত্যিকারের জমিদাররা সমাজে চোরের মতোই। এমনই একটি গল্প নিয়ে শিমুল সরকার নির্মাণ করেছে ধারাবাহিক নাটক `চোরকাব্য`।
নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান ও মামুনুর রশীদ। `চোরকাব্য` নাটকের মুখ্য চরিত্রগুলো সবাই চোর। পুরো গল্পটিই হাস্যরসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছেন পরিচালক। নাটকে দেখা যাবে, সারাজীবন চুরি করে যে অর্থ উপার্জন করেছেন তা দিয়ে এটিএম শামসুজ্জামান সত্যিকারের জমিদার নিধন শুরু করেছেন। তবে এ ক্ষেত্রেও তিনি কৌশলী। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করে অন্যের সম্পদ নিজের করে নেয়াটাই তার প্রধান নেশা। স্ত্রী চিত্রলেখা গুহ রূপসচেতন, মেয়ে শশী বাবার মতোই চোর, ছেলে সাজু খাদেম চিরকুমার হয়েও বিয়ে পাগল। কিন্তু বিয়ে তার হয় না, কারণ চোরের ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে কেউই সম্মতি জানান না। নাটকের অন্যা চরিত্রে অভিনয় করেছেন- কচি খন্দকার, প্রাণ রায়, আ খ ম হাসান, ডা. এজাজ, সঞ্জীব আহমেদ, বিথী, শবনম পারভীন, আনিসুল হক বরুণ ও ফরহাদ শিশির প্রমুখ।
শিমুল সরকারের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটকটি সপ্তাহের প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৮টা ১৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।