এবার বৃটিশ সাহায্যকর্মীর শিরশ্ছেদ করলো আইএস

এবার বৃটিশ সাহায্যকর্মীর শিরশ্ছেদ করলো আইএস

ইসলামিক স্টেট জঙ্গিরা একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তারা ডেভিড হাইনেজ নামের একজন বৃটিশ সাহায্য কর্মীর শিরশ্ছেদ করেছে যাকে গত বছরের মার্চে সিরিয়া থেকে অপহরণ করা হয়েছিল।

বৃটিশ সরকার বলছে, তারা ওই ভিডিওটির সত্যতা যাচাই করে দেখছেন। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শনিবার রাতে ওই ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে ডেভিড হাইনেজের পাশেই একজন মুখোশধারী ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার উচ্চারণে বৃটিশ টান রয়েছে।image_98184_0

কয়েকদিন আগে আমেরিকান সাংবাদিক স্টিভেন সটলফের হত্যাকাণ্ডের যে ভিডিও প্রচার করা হয়, সেখানে ইসলামিক স্টেট জঙ্গিরা দাবি করেছিল যে, তাদের উপর হামলা বন্ধ না হলে, বৃটিশ সাহায্য কর্মী ডেভিড হাইনেজকে হত্যা করা হবে।

চুয়াল্লিশ বছর বয়স্ক হাইনেজ ফরাসি একটি সাহায্য সংস্থার হয়ে মানবিক সহায়তা দিতে সিরিয়ার একটি গ্রামে কাজ করার সময় গতবছরের মার্চে অপহৃত হন।

শুক্রবারই অপহরণকারীদের উদ্দেশ্যে হাইনেজের পরিবার আবেদন জানিয়েছিল যে, তাদের সঙ্গে যেন সরাসরি যোগাযোগ করা হয়। কিন্তু এর কয়েকঘণ্টা পরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ভিডিওতে আরো একজন বৃটিশ জিম্মিকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

আইএসের বিরুদ্ধে আমেরিকান হামলায় সহযোগিতা আর কুর্দিদের সহায়তার জবাবে এই হত্যা করা হচ্ছে বলে একজন মুখোশধারী জঙ্গি ভিডিওতে বক্তব্য দিয়েছে।

এর আগে দুজন আমেরিকান সাংবাদিকের শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। ইরাকে তাদের ওপর হামলা বন্ধ না হলে তারা আরো হত্যাকাণ্ড ঘটানোরও ঘোষণা দিয়েছে।

বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে একে শয়তানের কর্মকাণ্ড বলে বর্ণনা করেছেন।

হত্যাকারীদের ধরতে সবকিছুই করা হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।

বৃটিশ পররাষ্ট্র দফতর জানিয়েছে যে, তারা ওই ভিডিওটির সত্যতা যাচাইয়ের কাজ করছেন।

হাইনেজের পরিবারকে সর্বাত্মক সহায়তারও আশ্বাস দিয়েছেন তারা। কিছুক্ষণ পরেই কোবরা কমিটির জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে।  সূত্র: বিবিসি

আন্তর্জাতিক