সমাজকল্যাণমন্ত্রীর বাড়িতে ৫টি বিষধর সাপ

সমাজকল্যাণমন্ত্রীর বাড়িতে ৫টি বিষধর সাপ

mohoshin homeসমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর শ্রীমঙ্গল সড়কের বাসা থেকে বিভিন্ন প্রজাতির পাঁচটি বিষধর সাপ ধরা পড়েছে। শনিবার দুপুরে একটি সাপুড়ে দল এ সাপগুলো ধরে।

এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মন্ত্রীর বাসায় ভিড় জমায়।
 
মন্ত্রীর ছোট ভাই সৈয়দ নওশের আলী খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, বেশ কিছু দিন ধরে বাসার স-মিল ঘর এলাকায় বিষধর সাপ দেখা যায়। এতে তারা কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর এলাকার সাপুড়িয়া দেওয়ান রাজকে খবর দেয়। পরে সাপুড়ে দল অভিনব কায়দায় পাঁচটি সাপ ধরতে সক্ষম হন। এর মধ্যে দুটি দাড়াশ, দুটি কিং কোববা ও একটি দুধসাপ রয়েছে।
 
বিভাগীয় বনকর্তা মাহবুবুর রহমানকে বিষয়টি জানানো হলে তিনি জানান, সাপ ধরার বিষয়টি তার জানা নেই।
অন্যান্য শীর্ষ খবর