খালেদা জিয়া ডাক দিলেই আন্দোলনে নামার চিন্তা বাদ দিয়ে নিজেদের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
ঘরের মধ্যে স্লোগান না দেয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের আব্বাস বলেন, “ম্যাডাম ডাক দিলেই আমরা আন্দোলনে যাব, এমনটি চিন্তা করে বসে থাকার দরকার নেই। আমরা প্রস্তুত হয়ে বলি- ম্যাডাম, আমরা প্রস্তুত আপনি আসুন।”
গত বছর সরকার পতনের জন্য বিএনপি ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির সময় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ফেলে তাকে আটকে রাখা হলেও সেখানে না যাওয়ার স্মৃতি মনে করে এখনো লজ্জা পান দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার দুপুরে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাব এর প্রকৌশলী মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় আব্বাস ৫ জানুয়ারি নির্বাচনের আগে ‘মার্চ ফর ডেমোক্রেসির’ কর্মসূচিতে নিজেদের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, “তখনকার রাজনৈতিক পরিবেশ দেখে আমাদের বোঝা উচিৎ ছিল, ওইদিন আওয়ামী লীগ সরকার বিএনপি চেয়ারপরসনকে তার গুলশানের বাসা থেকে বের হতে দেবেন না। তারপরও আমরা নেতারা সেখানে গেলাম না কেন?
“ওই দিনটার কথা মনে পড়লে আমি এখনো লজ্জাবোধ করি। ওই দিনের ঘটনার পর আমি বেশ কিছুদিন ম্যাডামের সামনে আর যাইনি। পরে তার সামনে যেতে আমার খারাপ লেগেছে।” যোগ করেন আব্বাস।
দলের বর্তমান সাংগঠনিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের এই অবস্থা থাকবে না। মাঠে নেমে আসুন। একদিন হাসিনারও দৌর্দণ্ড প্রভাব আর থাকবে না।”
এ সময় মির্জা আব্বাস নেতাকর্মীদের ঘরের মধ্যে স্লোগান দিয়ে হিপোক্রেসি না করারও আহ্বান জানান।