ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে উচ্চ গতি সম্পন্ন ফ্রি ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে।
শনিবার দুপু্রে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই ওয়াই-ফাইয়ের উদ্ভোধন করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরিফিন সিদ্দিকসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এরিকসন বাংলাদেশ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের সহযোগিতা ১০ এমবিপিস ব্যান্ডউথ সম্পন্ন এই ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত। এখন থেকে মধুর ক্যান্টিন ও এর আশে পাশের ২০মিটারের মধ্যে এই ইন্টানেট ব্যবহার করা যাবে।
মধুর ক্যান্টিনে ফ্রি ওয়াই-ফাই চালু করার জন্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ধন্যবাদ জানান এই ছাত্র নেতা।
রোববার থেকে প্রযুক্তি উৎসব
রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই দিনব্যাপী তৃতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব শুরু হচ্ছে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
উৎসবে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ৫০০ শিক্ষক-শিক্ষার্থী অংশ নেবেন।এতে দুটি সেমিনার, একটি কর্মশালা, বিজনেস আইডিয়া নিয়ে প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন থাকবে।