স্বাধীনতা দিবসকে ঘিরে বার্সেলোনা তাদের ক্লাবের ১১৫ বছরের ঐতিহ্য ভাঙতে যাচ্ছে।
আগামী শনিবার স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে প্রথমবারের মতো ঘরের মাঠ ক্যাম্পে ন্যু’তে অ্যাওয়ে ম্যাচের জার্সি(হলুদ ও মেরুন রঙের মিশেলে তৈরি কাতালনদের পতাকার ভিন্ন রূপ) পরে খেলতে নামবে কাতালান ক্লাবটি।
ক্লাবের ১১৫ বছরের ইতিহাসে ঘরের মাঠে কখনো নীল-বেগুনি জার্সির বাইরে খেলেনি স্প্যানিশ জায়ান্টরা।
বার্সেলোনার এই জার্সি পরার উদ্দেশ্য হলো স্বাধীনতা প্রত্যাশী বার্সেলোনা ভূখণ্ডটির ঐতিহাসিক স্বাধীনতা দিবসকে স্মরণ করা। কেননা ১১ সেপ্টেম্বর স্বাধীনতা দিবস উদযাপন করেছে স্পেনের ভূখণ্ডটি।
তবে এক্ষেত্রে অবশ্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অনুমতি নিয়েছে কাতালান জায়ান্টরা।
প্রসঙ্গত, লা লিগার প্রথম দুই ম্যাচে টানা জয় নিয়ে আপাতম পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মেসি-নেইমারের বার্সেলোনা। -ওয়েবসাইট