তারকা মানেই তো দূর আকাশে যাদের বাস। দূর থেকে যাদের শুধু দেখা যায়;ধরা যায় না,ছোঁয়া যায় না। কিন্তু তারকারাও তো রক্তমাংসের মানুষ।
রুপালি পর্দার তারকাদের মানুষ যে অন্যরকম চোখে দেখে, পাশ দিয়ে হেঁটে গেলেও কথা বলতে ইতস্তত করে, এটা একদমই ভালো লাগে না ক্রিষ্টেন স্টুয়ার্টের।
টোয়াইলাইট তারকা মনে করেন,অভিনয় শিল্পী হওয়ার অভিশাপ হলো, সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেকে হয়। সাধারণা মানুষের মতো জীবনযাপনের সৌভাগ্যই আর হয় না।
একবুক কষ্ট নিয়ে স্টুয়ার্ট বলেছেন,‘অভিনয়শিল্পীরা একেবারেই যেন বিচ্ছিন্নতম দ্বীপ হয়ে যায়। আমি এ নিয়ে অভিযোগ করছি না। তবে আপনার সম্পর্কে অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি হবে মানুষের, সাধারণ মানুষ আপনার সঙ্গে কথা বলবে না। তারা ভাবে, তাদের সঙ্গে কথা বলা হয়তো আপনার কেতার মধ্যেই পড়ে না। এটা আমার কাছে খুব কষ্টের।’-ওয়েবসাইট।