ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্টে নামছেন চন্দ্রপল

ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্টে নামছেন চন্দ্রপল

ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্টে নামছেন শিবনারায়ণ চন্দ্রপল৷ রোববার বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাটিতে চলতি সিরিজের শেষ টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ৷ দ্বীপরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসের এক বিরল মুহূর্তে দাঁড়িয়ে চন্দ্রপল৷image_98083_0

৫০০তম টেস্টে নামার আগে তিনি জানান,‘ এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে ওয়েস্ট ইন্ডিজ৷ এই টেস্টে খেলতে পারছি ভেবেই ভীষণ ভলো লাগছে৷ একজন ওয়েস্ট ইন্ডিয়ান হিসাবে অত্যন্ত গর্ব বোধ করছি৷ আমাদের ড্রেসিংরুমে এখন এই টেস্ট নিয়ে সবাই আলোচনা করছে৷ প্রত্যেকেই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে৷আমাদের ক্রিকেট ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে, ওয়েস্ট ইন্ডিজ এমন একটা দল যারা সবসময় লড়াই করেছে৷ আমরা কখনই হাল ছাড়ি না৷’

চন্দ্রপলই দেশের হয়ে সর্বাধিক টেস্ট খেলেছেন৷ ১৫৭ টি টেস্টে তার ব্যাট থেকে এসেছে ১১,৪৯৯ রান৷ ২৯টি টেস্ট সেঞ্চুরিও রয়েছে বাঁ-হাতি ব্যাটসম্যানের৷ রান এবং সেঞ্চুরির নীরিখে তার ঠিক আগেই রয়েছেন ব্রায়ান লারা৷ ১৯৯৪-এ দেশের হয়ে অভিষেক করেছিলেন চন্দ্রপল৷ কার্টলি অ্যামব্রোস, কর্টনি ওয়ালশ ও ব্রায়ান লারার মতো কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন তিনি৷

চন্দ্রপল বলছেন,‘ তরুণ ক্রিকেটার হিসাবে দলে যোগ দিয়েছিলাম৷ মহান ক্রিকেটারেদর সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে আমার৷ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে গর্ব করার মতো একাধিক অধ্যায় রয়েছে৷ ৫০০তম টেস্ট সেকরমই একটা৷’- ওয়েবসাইট।

খেলাধূলা