মিসর সফরে জন কেরি

মিসর সফরে জন কেরি

keryযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শনিবার মিসর সফর করছেন। জিহাদী গ্রুপ ইসলামিক স্টেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বৃহত্তর জোট গঠনই তার এ সফরের লক্ষ্য।

মধ্যপ্রাচ্য সফরের শেষপর্যায়ে জন কেরি তার মিসর সফরকালে আরব লীগ প্রধান নাবিল আল আরাবির সঙ্গে সাক্ষাৎ করবেন।

শুক্রবার সিআইএ বলেছে, ইরাক ও সিরিয়ায় আইএসের প্রায় ৩০ হাজার যোদ্ধা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার তার ভাষণে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান জোরদারের ঘোষণা দেন।

তিনি যুক্তরাষ্ট্রকে হুমকির মুখে ফেলা জঙ্গিরা যেখানেই থাকুক তাদের খুঁজে বের করার অঙ্গীকার করেন।

আন্তর্জাতিক