জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ১২ মার্চ বিরোধী দলের পাল্টা কোনও কর্মসূচি দিবেনা আওয়ামী লীগ। কর্মসূচি দিলে তা সংঘাতের দিকে চলে যায়। তাই পাল্টা কোনও কর্মসূচি দেওয়া হয়নি।
মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সাজেদা চৌধুরী বলেন, ১৪ দল ভাঙার প্রশ্নই আসেনা। মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলগুলোকে নিয়ে মহাজোটকে আরও সম্প্রসারণ করা হবে।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। আওয়ামী লীগ ও শেখ হাসিনার শরীরে এক বিন্দু রক্ত থাকলে যুদ্ধাপরাধীদের বিচার বাঞ্চাল করা সম্ভব নয়। পৃথিবীর সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে, যেসব যুদ্ধাপরাধী দেশের বাইরে রয়েছে তাদের এ বিচারের আওয়াতায় আনা হবে।
সারগর-রুনি হত্যাকারীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনকে যদি আমরা বেশি চাপ দেই তাহলে তারা ঘাবড়ে যেতে পারে। আপনাদের মতো আমরাও চাই তাদের হত্যার বিচার হওক। শুধু আপনারা একটু ধৈর্ষ ধরে দেখুন।
এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সভাপতি আশারাফুনেসা মোশারফ এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইনু খান এমপি, সহ-সভানেত্রী খালেদা খানম, অঞ্জলি সরকার প্রমুখ।