বিমসটেক সচিবালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমসটেক সচিবালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

hasina sরাজধানীতে বিমসটেক (বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন) এর সচিবালয় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে গুলশান-২ এ প্রধান অতিথি হিসেবে তিনি বিমসটেক সচিবালয় উদ্বোধন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিমসটেক সচিবালয় চত্বরে (বাড়ি নং-৬, রোড নং-৫৩ গুলশান-২) এ এক অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশে বিমসটেক সদর দফতরই হবে প্রথম কোনো আন্তঃসরকার সংস্থার প্রধান কার্যালয়।

আশা করা হচ্ছে বিমসটেক সচিবালয় আন্তর্জাতিক সমপ্রদায়ের কাছে বাংলাদেশের ভাবমূর্তি এবং বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা আরো জোরদার করবে।

১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে এ সংস্থা প্রতিষ্ঠিত হয়। মাত্র ৪ সদস্য দেশ ও সহযোগিতার ৬টি ক্ষেত্র নিয়ে এই সংস্থা গঠন করা হয়।

বর্তমানে ৭ সদস্যের এ সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। বর্তমানে সহযোগিতার ক্ষেত্র ১৪টি উন্নীত হয়েছে।

বাংলাদেশ শীর্ষ খবর