সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে জাতীয় সংসদে উত্থাপিত ‘সংবিধানের ষোড়শ সংশোধন বিল’ পাসে আর কোনো মতামত নেয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
আজ শনিবার রাজধানী হোটেল সোনার গাঁয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
‘আইনগত সহায়তার ক্ষেত্রে সরকারি ও এনজিও উদ্যোগে ‘অংশীদারিত্বের মাধ্যমে ন্যায়বিচার লাভ’ শীর্ষক জাতীয় সম্মেলনের আয়োজন করে আইনগত সহায়তা প্রদান সংস্থা এবং কম্যুনিটি লিগাল সার্ভিসেস প্রকল্প।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সংবিধান সংশোধনের ব্যাপারে আর কারো মতামত নেয়ার প্রয়োজন নেই। কিন্তু সংবিধানের সংশোধনে যে ‘অপসারণ’ কথাটি থাকবে। সেই ‘অপসারণ’ কথাটি সংবিধানে থাকাই শেষ নয়, এই বিষয়ে একটি আইন করতে হবে। আর এই আইন করার সময় আইনজীবী, বিশেষজ্ঞ ও সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের মতামত নেয়া হবে।
তিনি বলেন, এই যে সংশোধনী আনা হচ্ছে, তাতে বিচার বিভাগের সম্মান বাড়বে। বিচার সুরক্ষিত হবে।
মন্ত্রী বলেন, বিচার বিভাগ কারো একার নয়। বিচার বিভাগ সারাদেশের। যারা বিচার বিভাগ নিয়ে চিন্তা করেন এখানে তাদের সবার কন্ট্রিবিউশন (অংশগ্রহণ) থাকবে। আইন করার সময় দলমত নির্বিশেষে সবার মতামত নেয়া হবে।
সম্মেলনে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এ এস এস এম জহিরুল হক, কমিউনিটি লিগ্যাল সার্ভিসের টিম লিডার হেক্টর ডিয়াজ সোলিমান, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, ডিএফআইডি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার ও গভর্ন্যান্স টিম লিডার রিচার্ড বাটার ওয়ার্থ বক্তব্য দেন।