জিততে যেন ভুলেই গেছে বাংলাদেশ। একের পর এক ব্যর্থতায় বার বার মাথা হেট হচ্ছে মুশফিকদের। ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনো সাফল্যের মুখ দেখেনি বাংলাদেশ।
আর তাই এ সফরের দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ের প্রত্যাশায় মাঠে নামছে টাইগাররা। তবে আজ ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট ম্যাচ-সে বিষয়টিও মাথার রাখতে হচ্ছে বাংলাদেশের অধিনায়কের।
তবে শুভ সংবাদ একটাই- দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলছে না ক্রিস গেইল।
শনিবার সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ। এই টেস্ট দিয়ে ইতিহাসের সাক্ষী হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট ম্যাচ এটি। তারা জিতে স্মরণীয় করে রাখতে চেষ্টা করবে, স্বাগতিক খেলোয়াড়দের জন্য যা চ্যালেঞ্জিংও। এর আগে ইংল্যান্ড (৯৫২) ও অস্ট্রেলিয়াই (৭৬৭) এ মাইলফলক পেরিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনো সাফল্যের মুখ দেখেনি বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হারের পর টেস্ট সিরিজও হারের পথে বাংলাদেশ। শেষ টেস্টটি জিততে না পারলে আরেকটি টেস্ট সিরিজ হারবে। সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে ১০ উইকেটে জয় পায় ক্যারিবিয়ানরা।
হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ শিবিরে ম্যাচের আগে খানিকটা স্বস্তি ফিরে পেয়েছে। কারণ ব্যক্তিগত কারণে শেষ টেস্টে খেলবেন না ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। গেইলের পরিবর্তে টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিওন জনসন।
টেস্টে না খেললেও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। এদিকে এই টেস্ট দিয়ে একাদশে ফিরতে যাচ্ছেন ওপেনার আনামুল হক বিজয়। ইমরুল কায়েস এ টেস্টে খেলতে পারছেন না চর্মরোগে আক্রান্ত হওয়ার কারণে।
ইমরুলের অসুস্থতায় কপাল খুলেছে বিজয়ের। গত বছর অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন।
প্রথম টেস্টে মুশফিকুর রহিমের সেঞ্চুরি ও তাইজুলের পাঁচ উইকেট ছিল বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি। মুশফিক ক্যারিয়ারের তৃতীয় শতক এবং তাইজুল প্রথম খেলতে নেমেই পাঁচ উইকেট তুলে নেন।
ক্লান্তি ও ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম টেস্টে ভালো করা হয়নি। প্রথম ইনিংসে ফলোঅনে পড়া বাংলাদেশের মধ্যে মুশফিক একাই শেষ পর্যন্ত লড়াই করেন। দ্বিতীয় ইনিংসে তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশত এবং মুশফিকের শত রানের ইনিংসে স্বস্তি ফিরে পায় বাংলাদেশ।