যারা খুনি হতে চায় তাদের সঙ্গে আলোচনা নয়: সৈয়দ মোদাচ্ছের

যারা খুনি হতে চায় তাদের সঙ্গে আলোচনা নয়: সৈয়দ মোদাচ্ছের

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন,  ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানবতাবিরোধীদের বিচার যখনই শুরু করেছেন তখনই স্বাধীনতা বিরোধীরা তাদের রক্ষা করতে চিল্লাচিল্লি শুরু করেছে। খুনিদের সঙ্গে যারা খুনি হতে চায় তাদের সঙ্গে কোন আলোচনা নয়।’

সোমবার খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিষয়ক তথ্য হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এইচএমআইএস) কার্যক্রমের উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খুলনা নগরীর হোটেল সিটি ইন-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

আরো ছিলেন- এইচপিএনএসডিপিডিআইজেড এর প্রিন্সিপাল ডা. কাই স্টেইটেনরথ, চট্রগ্রাম সিটি কর্পোরেশনের হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. মো. নূরুল আফসার, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মো. শাহজাহান, রাজশাহী সিটি কর্পোরেশনের হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান গাজী নাইমুল আলম লিটু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. কামরুল হাসান মুন্না, কেসিসির রাজস্ব কর্মকর্তা তপন কুমার ঘোষ প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য দেন কেসিসির প্যানেল মেয়র-১ আজমল আহমেদ তপন। এমআইএস বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন সিনিয়র এমআইএস উপদেষ্টা, ডিআইজেড মো. আব্দুল হান্নান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়- এইচএমআইএস’র মাধ্যমে  নগরবাসী কেসিসি’র যে কোন স্বাস্থ্য কেন্দ্র থেকে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য সহজেই জানতে পারবেন।

রাজনীতি