‘সালমান খানের বিরুদ্ধে মামলা’

‘সালমান খানের বিরুদ্ধে মামলা’

salman jay huবলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের বিরুদ্ধে মুসলিম সমপ্রদায়ের ধর্মীয় ভাবাবেগকে আঘাতের অভিযোগ এনে মামলা করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রের ইয়াভতমল থানায় এ মামলা দায়ের করা হয়।।
 
ভারতীয় দন্ডবিধির ২৯৫ (এ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। সর্বভারতীয় কওমি তানজিমের বিধর্ব শাখার সভাপতি মুহাম্মদ অসীম আলি মামলাটি দায়ের করেন।
 
অভিযোগে বলা হয়েছে, সালমান খানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিইঙ্গ হিউম্যান’ মুম্বাইয়ে কয়েক মাস আগে একটি ফ্যাশন শো -এ আয়োজন করেছিল।  সেই অনুষ্ঠানে এক মডেলের পোশাকে পরিষ্কারভাবে আরবি শব্দ ‘আল্লাহ’ লেখা ছিল। যা মুসলিম সমপ্রদায়ের ভাবাবেগকে আঘাত করেছে।
 
অভিযোগকারী নিজের অভিযোগের সপক্ষে ওই ফ্যাশন শো-এর একটি ভিডিও ফুটেজও তিনি দেখিয়েছেন। কবে কোথায় ওই ফ্যাশন শোটি অনুষ্ঠিত হয়েছিল তা ওই ফুটেজে স্পষ্ট না হলেও ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয়েছে। আর এই ভিডিও দেখার পর থেকেই মুসলিম সমপ্রদায়ের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়।
 
যদিও সালমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর পুলিশের ওপর অভিযোগের আঙুল তোলেন অভিযোগকারী। তার কথায় পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না।
 
অভিযোগ জানানোর দু’দিন পরেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। এরপর অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা না হলে যখন তারা পুলিশের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসার হুমকি দেন তার পরেই সালমান খানের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে বলে জানিয়েছেন মহাম্মদ অসীম আলি।
 
পুলিশের তরফেও জানানো হয়েছে, যে সালমান খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আপাতত মামলাসংক্রান্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।

বিনোদন