মালালার ওপর হামলাকারী তালেবান জঙ্গি গ্রেফতার

মালালার ওপর হামলাকারী তালেবান জঙ্গি গ্রেফতার

malala_yousafzai_600x300pxপাকিস্তানের নারীশিক্ষা-আন্দোলন কর্মী, সোয়াত কন্যা মালালা ইউসুফ জাইয়ের ওপর হামলাকারী তালেবান জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী এ জঙ্গিকে গ্রেফতার করে। সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সোয়াত এলাকায় ২০১২ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মালালার ওপর হামলা চালায় ওই তালেবান জঙ্গি। তার মাথায় গুলি লাগে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে পাকিস্তানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নততর চিকিৎসার জন্য তাকে লন্ডনের একটি হাসপাতালে নেয়া হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে মালালা।

বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা থেকে মালালাকে সম্মাননা জানানো হয়েছে। বিশ্বের শিক্ষাবঞ্চিত কয়েক কোটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সে।

আন্তর্জাতিক শীর্ষ খবর