সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের কথায় দলের নেতারা মন্ত্রিত্ব ছাড়বেন বলে মনে হয় না।
তিনি বলেন, এরশাদ সাহেব এখন শেষ বয়সে এসে নিজ দলের মধ্যে অগ্নিপরীক্ষায় পড়েছেন। মন্ত্রীদের সাথে কথা হয়েছে এরশাদের কথায় কেউ মন্ত্রিত্ব ছাড়বেন বলে মনে হয় না।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইরের কিটিংচরে নির্মাণাধীন সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
জাতীয় পার্টির চলমান সঙ্কটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংসদে আইন প্রণয়নের জন্য আওয়ামী লীগের যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাহলে একটি দলের ভাঙনের খেলায় আমরা অংশ নেব কেন! এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তাদেরকেই মোকাবেলা ও সমাধান করতে হবে।
তিনি বলেন, এরশাদের জন্য সত্যিই কষ্ট হয়, তিনি একজন অক্টোজেনারিয়াল লিডার এখন। তিনি এখন উভয়সঙ্কটে পড়েছেন- জলে কুমির, ডাঙ্গায় বাঘ। অভ্যন্তরীণ বিষয় তাদেরই সমাধান করতে হবে। আওয়ামী লীগ তাদের দল কেন ভাঙতে যাবে।
গত ঈদের মতো এবারও ঈদ ও পূজায় যাতায়ত স্বস্তিদায়ক হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ঈদ ও পূজা উপলক্ষে এবার আগেভাগেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গত ঈদের মতো এবারও যাতায়াত স্বস্তিদায়ক হবে। সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রাখতে সারাদেশে ২১টি মনিটরিং টিম গঠন করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, সড়ক-মহাসড়কে গরুর হাটের জন্য যানজট হয়। যে কারণে ঢাকা শহরে বাবুবাজার, আরমানিটোলা এবং তালতলার মতো জায়গা গরুর হাটের জন্য লিজ দেয়া হয়নি।
সারাদেশে মহাসড়কে ৬৯টি স্পটে গরুর হাট বসে জানিয়ে মন্ত্রী বলেন, এবার যাতে মহাসড়কে কোনো গরুর হাট না বসে সেজন্য ডিসি-এসপিকে নির্দেশ দেয়া হয়েছে। এজন্য আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার বিধান ত্রিপুড়া, নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিনসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।