পাকিস্তানের করাচিতে নৌ-ঘাঁটিতে গত মঙ্গলবার হামলার ঘটনার দায় স্বীকার করেছে আল-কায়েদার দক্ষিণ এশিয়া শাখা। বৃহস্পতিবার সংগঠনটি দাবি করে, এই হামলায় সাবেক সেনা কর্মকর্তারা তাদের সহযোগিতা করেছেন। এ ঘটনায় কোয়েটার লাক পাস এলাকা থেকে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আল-কায়েদার ভাষ্যমতে, তাদের দক্ষিণ এশীয় নতুন শাখার এটাই প্রথম হামলা।
গত সপ্তাহে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি সংগঠনটির এই নতুন শাখা খোলার ঘোষণা দেন।
শুক্রবার এএফপি ও ডন ডটকমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত মঙ্গলবার করাচি নৌ-ঘাঁটিতে পরিচালিত ওই হামলায় এক নৌ কর্মকর্তা ও তিন হামলাকারী নিহত হন।
প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গত বুধবার পার্লামেন্টে বলেন, এ ঘটনায় যে অভ্যন্তরীণ লোকজন জড়িত, তা আমরা উড়িয়ে দিতে পারি না। কারণ তাদের সহযোগিতা ছাড়া দুর্বৃত্তদের পক্ষে এই নিরাপত্তাবেষ্টনী ভাঙা সম্ভব নয়।
আল-কায়েদার পক্ষ থেকে গতকাল এএফপিকে পাঠানো উর্দু ভাষায় লেখা এক বিবৃতিতে বলা হয়, করাচির উপকূলে ওই হামলা আল-কায়েদা চালিয়েছে।