২০১৪ সালেই আ’লীগের পতন, জেলা থেকে আন্দোলন শুরু :হান্নান শাহ

২০১৪ সালেই আ’লীগের পতন, জেলা থেকে আন্দোলন শুরু :হান্নান শাহ

Hannan_6বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, মাঝে মাঝে শোনা যায়- আওয়ামী লীগ নাকি ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। ২০৪১ সাল নয়, ২০১৪ সালেই আওয়ামী লীগের পতন করা হবে। ঢাকা থেকে সরকারের পতন করার দরকার নেই, জেলা থেকে আন্দোলন করেই আওয়ামী লীগের পতন সম্ভব। আর আন্দোলন নোয়াখালী থেকে শুরু হবে। কারণ পুরো নোয়াখালীই বিএনপির ঘাঁটি।

শুক্রবার বিকালে নোয়াখালী পৌর হলে ২০ দলীয় জোটের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মো. শাহ্‌জাহানের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মেজর (অব.) ডা. রেজাউল হক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবদুর রহিম, গোলাম হায়দার বিএসসি, জামায়াতের কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আবদুর রব, জেলা বিএনপি নেতা এডভোকেট এবিএম জাকারিয়া, এডভোকেট আবদুর রহমান প্রমুখ।

হান্নান শাহ আরো বলেন, আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে ছাত্রলীগ, যুবলীগসহ তাদের ক্যাডার বাহিনীর হাতে সাড়ে ৭ হাজার আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছে। এদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা না হলে দেশে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। তাদের উদ্দেশ বিএনপিকে এ অস্ত্র দিয়ে গায়েল করা। কিন্তু বিএনপি বা ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অস্ত্রকে ভয় পায় না।

রাজনীতি