স্বাধীনতার প্রশ্নে স্কটিশদের মতো একটি গণভোটের দাবিতে স্পেনের কাতালোনিয়ায় লাখো মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নভেম্বরের ৯ তারিখে একটি গণভোট অনুষ্ঠানের ঘোষণাও দিয়েছে স্বায়ত্তশাসিত কাতালোনিয়ার আঞ্চলিক সরকার। তবে তা অবৈধ ঘোষণা করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার।
স্বাধীনতা প্রসঙ্গে স্কটিশদের মতো একটি গণভোটের দাবিতে স্পেনের কাতালোনিয়ায় লাখো মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বার্সেলোনায় অনুষ্ঠিত এই সমাবেশে কাতালানরা স্কটল্যান্ডের আসন্ন গণভোটের কথা উলেস্নখ করে বলছেন, তাদের ভাষা, সংস্কৃতি ও ইতিহাস স্পেনের অন্যান্য অঞ্চলের চেয়ে আলাদা। তাই তারা স্বাধীনতা চায়।
কাতালোনিয়া অঞ্চলের জাতীয় দিবসের আগের দিন মিছিল করে, পতাকা উড়িয়ে, সেস্নাগান দিয়ে এবং কাতালোনিয়ার জাতীয় সঙ্গীত গেয়ে নিজেদের দাবির কথা জানিয়েছে কাতালানরা।
স্বাধীনতার জন্য আগামী নভেম্বরের ৯ তারিখে একটি গণভোট অনুষ্ঠানের ঘোষণাও দিয়েছে স্বায়ত্তশাসিত কাতালোনিয়ার আঞ্চলিক সরকার। তবে তা অবৈধ ঘোষণা করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার।
স্পেনের দ্বিতীয় বৃহত্তম অঞ্চল কাতালোনিয়া এবং অর্থনৈতিকভাবেও স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল এটি। ফলে কাতালোনিয়াকে স্পেন থেকে বিচ্ছিন্ন করতে রাজি নয় কেন্দ্রীয় সরকার।
কিন্তু কাতালানরা বলছেন, নিজেদের ভবিষ্যৎ তারা নিজেরাই নির্ধারণ করতে চান।