এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

hsc78চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে দেশের দশটি শিক্ষাবোর্ড।

বৃহস্পতিবার ঢাকা, যশোর, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, সিলেট, বরিশাল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোডের্র ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
 
ঢাকা শিক্ষা বোডের্র চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি প্রফেসর তাসলিমা বেগম গণমাধ্যমকে বলেন, উত্তরপত্রের নম্বর গণনা, উত্তরপত্রের ভেতরের নম্বর কভার পেজে তুলতে ভুল হয়েছে কি না, কোনও প্রশ্নে নম্বর দিতে বাদ পড়েছে কি না- তা পুনঃনিরীক্ষণে দেখা হয়। যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।
 
সংশ্লিষ্ট বোর্ড সূত্রে জানা গেছে, এবার ২ লাখ ১৫ হাজার ৩৬০টি পত্রের আবেদন জমা পড়ে দশটি শিক্ষাবোর্ডে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এই বোর্ডে ৭০ হাজার পত্রের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন পরীক্ষার্থীরা।
 
এছাড়া, যশোর বোর্ডে ২৮ হাজার ১০টি, রাজশাহী বোর্ডে ২৭ হাজার ৮৮২টি, চট্টগ্রাম বোর্ডে ২৪ হাজার ৮০টি, কুমিল্লা বোর্ডে ১৭ হাজার ৩৮২টি, দিনাজপুরে ১৪ হাজার ৬৬৮টি, সিলেটে ৯ হাজার ৭৬০টি এবং বরিশাল বোর্ডে নয় হাজার ৫৮৬টি আবেদন জমা পড়ে।
 
কারিগরি শিক্ষা বোর্ডে সাত হাজার ৪০৬টি এবং ডিআইবিএস-এ ৫৬৪টি, আর মাদরাসা বোর্ডে জমা পড়ে ছয় হাজার ২২টি আবেদন।
 
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট এইচএসসি ও সমানের ফল প্রকাশ করা হয়। এরপর ফল পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া হয় ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত। অকৃতকার্য হওয়া, প্রত্যাশার চেয়ে কম নম্বর পাওয়া শিক্ষার্থীরাই ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে।

বাংলাদেশ