আজমলের পাশে সাকলাইন

আজমলের পাশে সাকলাইন

সাকলাইন মুস্তাকের সাহায্য চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সাবেক অফ-স্পিনার সাকলাইন আগেই জানিয়েছিলেন যে তিনি সাইদ আজমলকে বোলিং সংক্রান্ত যেকোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত আছেন।

এবার পিসিবি চাইছে সাকলাইনের বোলিং পরামর্শ নিয়েই ২০১৫ বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করুক আজমল।image_97796_0

এই মুহূর্তে লন্ডনে রয়েছেন সাকলাইন এখানেই তার বোলিং অ্যাকাডেমি রয়েছে। সাকলাইন বলেন, “আজমলকে সাহায্য করার জন্য পিসিবি আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি জানি আজমলের বোলিং নিয়ে কিছু সমস্যা হচ্ছে। তবে আমি নিশ্চিত ও নিজের বোলিং অ্যাকশন সুধরে নিতে পারবে।”

আইসিসি-র নিয়মে বল করার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি ঘুরলে তা অবৈধ বলে বিবেচিত হয়।

সেই নিয়ম ভাঙ্গার অপরাধেই মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আজমলকে নির্বাসিত করে আইসিসি। আজমলের নির্বাসনের বিরুদ্ধে আইসিসি-তে আবেদন না-করার সিদ্ধান্ত নিয়ে বোলিং অ্যাকশন পাল্টিয়ে  আজমলকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করছে পিসিবি।

আইসিসি-র ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার আজমল। দেশের হয়ে ৩৮২টি উইকেটও রয়েছে তার। তাই বিশ্বকাপের আগে আজমলকে দলে ফেরাতে মরিয়া পাকিস্তান। –ওয়েবসাইট।

খেলাধূলা