বাংলাদেশ ব্যাংকের এএফআই পুরস্কার অর্জন

বাংলাদেশ ব্যাংকের এএফআই পুরস্কার অর্জন

afi0মোবাইল ব্যাংকিংয়ের প্রসারে ভূমিকার জন্য আন্তর্জাতিক পুরস্কার এলায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ (এএফআই) অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেনে কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর এ সংগঠন বিশ্বনীতি ফোরামে এ পুরস্কার ঘোষণা করে।

বুধবার বিকালে কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত এ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম।

বিশ্বে মোবাইল ব্যাংকিংয়ের নেতৃত্বে থাকা কেনিয়ার মতো দেশের চেয়েও বাংলাদেশে এ খাত দ্রুত বাড়ছে।   

বর্তমানে ২৮টি ব্যাংক বাংলাদেশের ১ কোটি ৬৭ লাখ গ্রাহককে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে। গড়ে প্রতিদিন ২৮৪ কোটি টাকা লেনদেন হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

অর্থ বাণিজ্য