ঘরের মাটিতে বিশ্বকাপের হতাশাজনক পারফরমেন্সের দুঃসহ স্মৃতি কাটিয়ে স্বমহিমায় আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসতে ব্রাজিলের কিছুটা সময় লাগবে বলে মন্তব্য করেছেন তারকা স্ট্রাইকার নেইমার।
সেলেসাওরা সেমিফাইনালে জার্মানীর কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরে স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়।
বিশ্বকাপের লজ্জাজনক ফলাফলের পর পরই লুইজ ফিলিপ স্বলারির পরিবর্তে নতুন কোচ হিসেবে দায়িত্বে আসেন সাবেক অধিনায়ক ডুঙ্গা। নতুন কোচের দ্বিতীয় মেয়াদে অভিষেকটাও ভালোই হয়েছে।
শুক্রবার নেইমারের গোলে কলম্বিয়াকে ১-০ গোলে প্রীতি ম্যাচে হারিয়ে বিশ্বকাপের পরে প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। কিন্তু নেইমার মনে করেন হলুদ জার্সিও জনপ্রিয়তা ফিরিয়ে আনতে হলে ব্রাজিলের এখনো অনেক কাজ করতে হবে।
তিনি বলেন, বিশ্বকাপের পরে আমরা মাত্র এক সপ্তাহ অনুশীলন করেছি এবং একসাথে মাত্র একটি ম্যাচ খেলেছি। এত কম সময়ের মধ্যে সবকিছু পরিবর্তান করা সত্যিই কঠিন। আমরা নতুন কোচের সাথে মানিয়ে নেবার চেষ্টা করছি। সে আমাদের যা করতে বলছে আমরা সেটা শুনছি এবং নিজেদের পারফরমেন্স উন্নতি করার চেষ্টা করছি।
মাত্র ২২ বছর বয়সেই ডুঙ্গার বিবেচনায় নেইমারকে ব্রাজিলিয়ান অধিনায়কের গুরুদায়িত্ব দেয়া হয়েছে। যদিও বার্সেলোনার এই স্ট্রাইকার মনে করেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনে তিনি এখন যথেষ্ট পরিপক্ক এবং অভিজ্ঞ। নেইমার বলেছেন, সামপ্রতিক সময়ে আমার মধ্যে অনেক কিছু পরিবর্তিত হয়েছে। গত তিন-চার বছরে আমি অনেক কিছু শিখেছি।
আমি মনে করি, এখন আমার সবকিছু বোঝার যথেষ্ট বয়স হয়েছে এবং পুরোপুরি পেশাদার হয়ে উঠতে পেরেছি। জাতীয় দল এবং ক্লাবের অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। পরিবর্তনগুলো আমি নিজেই বুঝতে পারছি।