বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সমপ্রচার নীতিমালা প্রণয়ন: প্রধানমন্ত্রী

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সমপ্রচার নীতিমালা প্রণয়ন: প্রধানমন্ত্রী

hasina9sপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের দেশেও সমপ্রচার নীতিমালা করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের বিকাশমান সমপ্রচার মাধ্যমকে একটি সুনির্দিষ্ট নিয়ম-নীতির মধ্যে পরিচালনা এবং মানোন্নয়নে জাতীয় সমপ্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

আজ বুধবার রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে চলচ্চিত্র ও টেলিভিশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমপ্রচার নীতিমালার আলোকে সমপ্রচার কমিটিও গঠন করা হবে। তিনি বলেন, এখন এটা নিয়ে বেশ তোলপার চলছে। অনেকে এটার বিরোধিতা করে যাচ্ছে। তবে বিশ্বের প্রত্যেকটা দেশেই একটি সমপ্রচার নীতিমালা তৈরি করা হয় এবং গ্রহণ করা হয়, বাস্তবায়ন করা হয়, এর মাধ্যমেই সবকিছু চলে। আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে দীর্ঘদিন একটা দাবিও ছিল সমপ্রচার নীতিমালার।

শেখ হাসিনা বলেন, যারা এখন বিতর্ক তুলছেন তাদের জানা উচিত অধিকার পেতে হলে অন্যের অধিকারও সংরক্ষণ করতে হবে।

প্রধানমন্ত্রী চলচ্চিত্র ও টেলিভিশন প্রশিক্ষণ কোর্সের মধ্য দিয়ে দেশের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের ইতিহাসে একটি নতুন মাইলফলক সৃষ্টি হলো।

তিনি বলেন, সরকার চলচ্চিত্রে সুস্থ ধারা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। অশ্লীল চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন এবং ভিডিও পাইরেসি বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ডিজিটাল আধুনিক সার্টিফিকেশন প্রথা চালুর উদ্যোগ নিয়েছে। চলচ্চিত্র সংসদ নিবন্ধন আইন প্রণয়ন করেছে।

প্রধামন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে সিনেমা তৈরি ও সিনেমা হলগুলোতে সিনেমা যাতে চলতে পারে সেলক্ষ্যে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ করা হবে।

চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের চেয়ারম্যান মরতুজা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বাংলাদেশ